DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা জানুয়ারি ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ২রা জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে ইভিএমের কারিগরী টিমের প্রশিক্ষণ শুরু।

News Editor
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে ইভিএমের কারিগরী টিমের প্রশিক্ষণ শুরু।

মুহাম্মদ রেজাউল করিম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে ইভিএম ও ট্যাব ব্যবহার করে অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী কারিগরি টিমের সদস্যদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জে নির্বাচন অফিস মিলনায়তনে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় ইভিএম প্রজেক্টের টেকনিক্যাল এক্সপার্ট টনি গিলবার্ড রোজারিওসহ সদর, সাটুরিয়া, ঘিওর ও দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ২য় ও ৩য় শ্রেণির ২০ জন কর্মচারী অংশ নেন। জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, পঞ্চম ধাপে আসন্ন সিংগাইর পৌরসভাসহ ইউপি নির্বাচনে ইভিএম ব্যবহারের মাধ্যমে কারিগরি সহায়তার জন্য জনবল তৈরির উদ্দেশ্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:০৬
  • ৩:৪৬
  • ৫:২৭
  • ৬:৪৫
  • ৬:৪১