বিনোদন ডেস্কঃ
না, এই শাহরুখ খান বলিউড তারকা নন। তিনি তামিলনাড়ুর ক্রিকেটার। ভারতের ঘরোয়া ক্রিকেটে যিনি এরই মধ্যেই নজর কেড়েছেন। বৃহস্পতিবার আইপিএল নিলামে তাকে দলে ভিড়িয়েছে প্রীতি জিনতার মালিকানাধীন দল পাঞ্জাব।
২৫ বছর বয়সী এই তারকা ৩১ টি টি-টোয়েন্টি খেলেছেন। ২৯৩ রান রান রয়েছে তার নামের পাশে। উইকেট ২টি। এ ছাড়া ২০টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ৫ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।নিলামে নাম তুলেই যিনি সাড়া ফেলেছিলেন। কিং খানের নামে নাম বলে কথা!
আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের মালিক কিং খান। তাই শাহরুখ খানের দলে শাহরুখকে দেখা যায় কিনা সেনিয়ে ছিল কৌতূহল। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স নয়, ক্রিকেটার শাহরুখ খানকে কিনেছে প্রীতি জিন্তার পাঞ্জাব।
প্রাথমিকভাবে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যেও লড়াই চলছিল শাহরুখকে নিয়ে। পরে লড়াইয়ে যোগ দেয় পাঞ্জাব। শেষমেশ ৫ কোটি ২৫ লাখ রুপির বড় অঙ্কে পাঞ্জাব দলে নেয় শাহরুখকে।নিলামে শাহরুখ নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন ২০ লাখ রুপি ন্যূনতম মূল্যে।