শিরোনাম:
বগুড়ার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর, স্বামীর অবস্থা আশঙ্কাজনক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:২৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিল্পী রাণী (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মারা গেছেন। এসময় নিহতের স্বামী দীপঙ্কর (৫০) ও সিএনজি চালক জিয়া (৩০) গুরুত্বর আহত হয়েছেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে পথচারিরা তাদের উদ্ধার করে বগুড়া হাসপাতালে নেয়ার পথে শিল্পী মারা যায়। স্বামী দীপঙ্কর ও চালক জিয়ার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
আহত দীপঙ্কর যশোর অভয়নগরের হরিশপুর গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে ও সিএনজিচালক জিয়া বগুড়ার শিবগঞ্জের আজাহার আলীর ছেলে।তবে কোন গাড়ি বা কি ধরনের গাড়িটি ওই সিএনজিকে ধাক্কা দিয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা য়ায়নি।



















