DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মুক্তির অপেক্ষায় অপুর ‘শর্টকাট’

News Editor
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মুক্তির অপেক্ষায় অপুর ‘শর্টকাট’

বিনোদন প্রতিবেদক : ২০১৮ সালের জুনে কলকাতার ‘শর্টকাট’ নামের নতুন একটি ছবিতে কাজ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবির দৃশ্যধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে; চলছে ডাবিং। ১০ ফেব্রুয়ারি কলকাতায় গিয়ে ডাবিং করে এসেছেন অপু বিশ্বাস। কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে করা এ সিনেমাতে অপু অভিনয় করেছেন নূরজাহান চরিত্রে। ছবিটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। এর আগে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র পরিচালনা করে পরিচিতি পাওয়া সুবীরের এটিই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কলকাতার অভিনেতা গৌরব চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বলেন, এ সিনেমার গল্পটি অসাধারণ।

এতে নূরজাহান চরিত্রে অভিনয় করেছি। এটি একটি চমৎকার চরিত্র। আমরা সবাই অনেক আনন্দের সঙ্গে কাজটি করছি। কলকাতার সিনেমাতে আমার প্রথম কাজ এটি। আশা করি, সিনেমাটি দর্শক পছন্দ করবেন। ছবিটি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা। মার্চের মধ্যেই ছবির যাবতীয় কাজ শেষ হবে। এক বিত্তবান পরিবারের এক ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলের গল্পে নির্মাণ করা হয়েছে ছবিটি। এই চলচ্চিত্রের মধ্য দিয়েই টালিগঞ্জের চলচ্চিত্রে পা ফেলেছেন অপু। গৌরব-অপু ছাড়াও এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়; বাংলাদেশ থেকে আছেন অরিন, রেবেকা রউফ, গৌতম সাহা। উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত ‘প্রিয় কমলা’ ও দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন। এছাড়া বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারী অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।