DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভাসমান সাগর থেকে ৮১ রোহিঙ্গাকে উদ্ধার করল ভারত কোস্টগার্ড

DoinikAstha
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:

আন্দামান সাগরে ভাসমান বিকল নৌকা থেকে ৮১ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করছে ভারতের কোস্টগার্ড। তাদের সঙ্গে থাকা আরও আটজনের মরদেহ পাওয়া গেছে নৌকাটিতে। নিখোঁজ রয়েছেন একজন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। যদিও ভারতের মূল ভূখণ্ডে এসব রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান ভারতীয় কোস্টগার্ডের দুটি নৌযানে রোহিঙ্গাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। পানি ও খাবার ছাড়া প্রতিকূল পরিবেশে থাকায় উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই পানিশূন্যতাসহ বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের আদিবাসী নির্মূলে সেনাবাহিনীর অভিযান শুরু পর থেকে দেশ ছাড়তে শুরু করে রোহিঙ্গারা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের এক বিবৃতিতে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য পার্শ্ববর্তী দেশগুলোকে আহ্বান জানানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০