ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নওগাঁয় প্রকাশ্যে নারীকে কোপালেন রিকশাচালক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / ১০৮০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় প্রকাশ্যে এক নারীকে (২৭) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের দয়ালের মোড় হাসপাতাল রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। চাপাতির আঘাতে একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে ওই নারীর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর হামলাকারী নাজমুল হোসেনকে (৪২) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটক নজমুল হোসেন শহরের মাস্টারপাড়া মহল্লার মজিবর রহমানের ছেলে। তিনি পেশায় রিকশাচালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের চকতাতারু মহল্লায় থেকে বিভিন্ন বাসায় কাজ করেন ওই নারী। বেলা সাড়ে ১১টার দিকে ওই নারী শহরের দয়ালের মোড়ের হাসপাতাল রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে নাজমুল হোসেন একটি চাপাতি দিয়ে ওই নারীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এতে তার মাথা ও ঘাড়ে গুরুতর জখম হয় এবং ডান হাতের দ্বিতীয় আঙুলটি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে নাজমুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আটক নাজমুল হোসেন জানান, ওই নারীর স্বামী অনেক আগেই মারা গেছে। ২০১৭ সালে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। মাঝেমধ্যে তিনি তার সঙ্গে দেখা করতেন। ওই নারী তাকে কবিরাজি ওষুধ দিয়ে পাগল করতে চেয়েছিলেন। ক্ষোভের বসে বাড়ি থেকে চাপাতি নিয়ে এসে তাকে কুপিয়েছি।

নওগাঁ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ঘটনার পর স্থানীয়রা নাজমুল হোসেনকে আটকে রেখেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই নারীর হাতের একটি আঙুল কাটা পড়েছে। চাপাতিটি উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

নওগাঁয় প্রকাশ্যে নারীকে কোপালেন রিকশাচালক

আপডেট সময় : ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১

জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় প্রকাশ্যে এক নারীকে (২৭) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের দয়ালের মোড় হাসপাতাল রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। চাপাতির আঘাতে একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে ওই নারীর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর হামলাকারী নাজমুল হোসেনকে (৪২) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটক নজমুল হোসেন শহরের মাস্টারপাড়া মহল্লার মজিবর রহমানের ছেলে। তিনি পেশায় রিকশাচালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের চকতাতারু মহল্লায় থেকে বিভিন্ন বাসায় কাজ করেন ওই নারী। বেলা সাড়ে ১১টার দিকে ওই নারী শহরের দয়ালের মোড়ের হাসপাতাল রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে নাজমুল হোসেন একটি চাপাতি দিয়ে ওই নারীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এতে তার মাথা ও ঘাড়ে গুরুতর জখম হয় এবং ডান হাতের দ্বিতীয় আঙুলটি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে নাজমুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আটক নাজমুল হোসেন জানান, ওই নারীর স্বামী অনেক আগেই মারা গেছে। ২০১৭ সালে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। মাঝেমধ্যে তিনি তার সঙ্গে দেখা করতেন। ওই নারী তাকে কবিরাজি ওষুধ দিয়ে পাগল করতে চেয়েছিলেন। ক্ষোভের বসে বাড়ি থেকে চাপাতি নিয়ে এসে তাকে কুপিয়েছি।

নওগাঁ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ঘটনার পর স্থানীয়রা নাজমুল হোসেনকে আটকে রেখেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই নারীর হাতের একটি আঙুল কাটা পড়েছে। চাপাতিটি উদ্ধার করা হয়েছে।