DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে টাপেন্টা ট্যাবলেট সহ আটক-২

DoinikAstha
এপ্রিল ৮, ২০২১ ৭:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সাকিব হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নেশাদ্রব্য টাপেন্টা ট্যাবলেট সহ গোলাম সারোয়ার (২২) ও শরিফুল ইসলাম (৩০) নামে দু’জন মাদক ব্যাসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত গোলাম সারোয়ার উপজেলার আদাতলা গ্রামের আঃ হান্নানের ছেলে ও একই গ্রামের শরিফুল ইসলাম মকবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান জানান, বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার মানিকুড়া এলাকায় ওই দুই মাদক ব্যাবসায়ী নেশাদ্রব্য টাপেন্টা ট্যাবলেট বিক্রি করছে এমনগোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ ইপ পরিদর্শক (এসআই) মানিক হোসেনের নের্তৃত্বে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

এসময় গোলাম সারোয়ারের নিকট ৭০ পিস ও শরিফুল ইসলামের কাছে ৫০ পিস টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করেন থানা পুলিশ।

পরেরদিন বৃহষ্পতিবারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৪২(১) ধারা অনুযায়ী মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। সাপাহার থানার মামলা নং-০৫-৭/৪/২০২১

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]