নান্দাইলে পানির হাউজ বিস্ফোরনে শশুর ও পুত্রবধু নিহত
- আপডেট সময় : ১২:৩৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১০৫১ বার পড়া হয়েছে
এস.এম জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইলে পানির নতুন হাউজ বিস্ফোরনে দুই ব্যাক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘনাটি ঘটে।
উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে সপ্তাহ খানেক আগে আবদুর রহমান তার নিজ বাড়ির উঠানের পাশে নতুন মাটি ভরাট করে ইট-সিমেন্ট দিয়ে পানির হাউজ তৈরী করে। কিন্তু আরসিসি পিলার ছাড়া ৬ ফুটের ওই পানির হাউজটি কাচাঁ অবস্থায় পানি দিয়ে পরিপূর্ণ করে ব্যবহার করছিল বাড়ির লোকজন।এতে আজ শুক্রবার দুপুরে প্রতিদিনের মতো হাউজের পানি ব্যবহার করছিল তারা।
[irp]
কিন্তু পানির অতিরিক্ত চাপে হঠাৎ বিস্ফোরন ঘটায় হাউজের দেওয়াল চারদিকে ছিটকে পড়ে। এতে পাশে থাকা বাড়ির পুত্র বধূ সাওদা আক্তার ঘটনাস্থলে নিহত হয়। আর বাড়ির মালিক আব্দুর রহমান ও দুই শিশু রাব্বী-রুহানকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। নিহত দুইজনের পরিচয় একজন শশুর আরেক জন পূত্রবধু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
















