DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৪ই জুন ২০২৪
ঢাকাশুক্রবার ১৪ই জুন ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিশেষ দিনের অপেক্ষায় জাহ্নবী

DoinikAstha
এপ্রিল ৩০, ২০২১ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্কঃ

করোনার থাবা থেকে ছাড় নেই তারকাদের। ইতোমধ্যেই বলিউডের একটি বড় অংশ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। দিন কয়েক আগেই কেন্দ্র ঘোষণা করেছে, আগামী ১লা মে থেকে ১৮ বছর হলেই নেয়া যাবে করোনা টিকা। এই কঠিন সময়ে আরো অনেকের মতোই টিকাতে ভরসা রাখছেন জাহ্নবী কপুরও।

আপাতত তাই মে মাসের পয়লা দিনের অপেক্ষায় বসে অভিনেত্রী। অন্তত তেমনটাই বলছে তার নেটমাধ্যম।

আরো পড়ুন :  ফিল্ম ফেস্টিভ্যালের জন্য প্রস্তুত জামশেদ'র "উতল অপেক্ষা"

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। দেখা যাচ্ছে, অপেক্ষারত অবস্থায় বসে রয়েছেন তিনি। পরনে সাদা পোশাক। মুখে নেই মেকাপের বাহুল্য। বিবরণীতে লিখেছেন, এভাবেই ১ মে-র অপেক্ষা চলছে। একই সঙ্গে সাধারণ মানুষকেও টিকা নেয়ার অনুরোধ করেছেন অভিনেত্রী।

এ ছাড়াও ইদানীং কোভিড সংক্রান্ত বিভিন্ন তথ্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন তিনি।

সদ্য মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে এসেছেন অভিনেত্রী। কোভিড আক্রান্ত না হয়েও আপাতত বাড়িতেই দিন কাটাচ্ছেন তিনি। রং-তুলি নিয়ে মনের কল্পনা ঢেলে দিচ্ছেন সাদা পাতায়। তার ছবিও ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১২:০১
  • ৪:৩৭
  • ৬:৪৯
  • ৮:১৫
  • ৫:১০