DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

করোনায় ভারতের জনপ্রিয় উপস্থাপকের রোহিত সর্দানা মৃত্যু

DoinikAstha
এপ্রিল ৩০, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক :ভারতের বিখ্যাত টিভি সাংবাদিক রোহিত সর্দানা আইসিইউতে মৃত্যুবরণ করেছেন। পাঁচদিন আগে তার শরীরে নভেল করোনাভাইরাস ধরা পড়ে। এদিন চিকিৎসাধীন অবস্থায় হার্টঅ্যাটাক হয় তার।

 

আজ তাক নিউজ চ্যানেলের উপস্থাপক রোহিতের মৃত্যুর পর ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবিদের সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করতে দেখা গেছে।

 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘শ্রী রোহিত শর্মার মৃত্যুর খবরে ব্যথিত। সৃষ্টিকর্তা তার পরিবারকে এই মর্মান্তিক মৃত্যুর শোক সামলে ওঠার শক্তি দিক। ’

 

গত ২৪ এপ্রিল রোহিত নিজে টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান। তার পাঁচদিনের মাথায় তিনি প্রয়াত হলেন।

রোহিত করোনা নিয়ে একবার টুইটে বলেন, ‘আমি ভাবতে পারি না এই ভাইরাস আমার কাছের মানুষকে কেড়ে নিতে পারে। আমি প্রস্তুত নই এসব দেখার জন্য। ’

 

রোহিতের মৃত্যুর পর ভারতের বিশিষ্ট সাংবাদিক চিত্রা ত্রিপাঠী লিখেছেন, ‘হাসি-খুশি পরিবার, দুটি ছোট মেয়ে। ওদের জন্য এই লড়াইয়ে হেরে যাওয়া ঠিক হল না রোহিতের। আজ সকালে নয়ডার বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল আর তার পরেই এল দুঃসংবাদ।

 

কিছু বলার নেই। ’

আরেক নামি সাংবাদিক সুধীর চৌধুরী লিখেছেন, ‘কিছুক্ষণ আগেই আমার এক সহকর্মীর ফোন এল। যা শুনলাম, তাতে হাত কাপতে শুরু করল। আমাদের বন্ধু ও সহযোগী রোহিতের মৃত্যুর খবর শুনলাম। এই ভাইরাস এত ঘনিষ্ঠ কারুর প্রাণ কেড়ে নেবে তা কল্পনাও করতে পারিনি। ঈশ্বর সুবিচার করলেন না। ’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০