DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জয় তুলে ম্যানসিটির অপেক্ষা বাড়ালো চেলসি

DoinikAstha
মে ৯, ২০২১ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :জিতলেই ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি মৌসুমের শিরোপা নিশ্চিত হতো ম্যানচেস্টার সিটির। তবে চেলসির বিপক্ষে উল্টো হেরে বসে ছে পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ম্যাচটি ২-১ গোলে জিতেছে ব্লুজরা।

আগামী ২৯ মে তুরস্কের ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। এর আগে গত মাসে এফএ কাপের সেমিফাইনালে সিটিজেনদের হারিয়েই ফাইনালে ওঠে চেলসি। ফলে এই ম্যাচের ওপর সবার আলাদা নজর ছিল।

অবশ্য ম্যাচের ফল অন্যরকমও হতে পারতো। প্রথমার্ধে পেনাল্টি মিস করেন মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি অধ্যায়ের ইতি টানতে যাওয়া সার্জিও অ্যাগুয়েরো। ৩২তম মিনিটে চেলসির টিমো ভেরনার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। পরের মিনিটে ডি-বক্সে ঢুকে বাইরে মেরে হতাশ করেন এই জার্মান ফরোয়ার্ড।

আরো পড়ুন :  কিশোগরগঞ্জে বত্রিশ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৩৫তম মিনিটে গোলের লক্ষ্যে শট নেন রহিম স্টার্লিং। ডান দিকে ঝাঁপিয়ে তা ঠেকিয়ে দেন গোলরক্ষক এদুয়াঁ মঁদি। এটিই ছিল লক্ষ্যে ম্যাচের প্রথম শট। তবে নয় মিনিট পরই এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে গাব্রিয়েল জেসুসের পাসে শট নিতে পারেননি অ্যাগুয়েরো। পেছন থেকে ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠান স্টার্লিং।

৬৩তম মিনিটে সমতায় ফেরে চেলসি। সিজার আসপিলিকুয়েতার পাসে মরক্কোর মিডফিল্ডার হাকিম জিয়েখের নিচু শট বাঁ দিক দিয়ে জালে জড়ায়। এরপর ৭৯ ও ৮১তম মিনিটে বল জালে পাঠিয়েও অফসাইডের কারণে গোল পায়নি সফরকারীরা।

ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন আলোনসো। ভেরনারের পাস পেয়ে ছয় গজ বক্সের একটু সামনে থেকে জোরালো শটে বল জালে পাঠান তিনি। ফলে উল্লাসে ফেটে পড়ে চেলসি।

লিগে ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ১৮ জয় ও ১০ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে চেলসি। ১ পয়েন্ট কম নিয়ে চারে নেমে গেছে লেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১