করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক কমিটির করণীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধিঃভারতে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে আগামী কাল (১৬মে) রবিবার থেকে খোলা হবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর ইসিগ্রেশন চেকপোষ্ট।
সে লক্ষে আজ চুয়াডাঙ্গায় করোনা (Covid-19) প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক কমিটির করণীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ মে) শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশী নাগরিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন নিশ্চিতকরণ সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান, ৬বিজিবি অধিনায়ক লে,কর্নেল মুহাম্মদ খালেকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মনিম লিংকন, আলমডাঙ্গা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, পরিচালক এনএসআই চুয়াডাঙ্গা, কাস্টমস অফিসার সহ উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধি, বিভিন্ন আবাসিক হোটেলের মালিক ও ম্যানেজারবৃন্দ।