DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে নিন্ম- মাধ্যমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

DoinikAstha
মে ২৩, ২০২১ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুরে নিন্ম- মাধ্যমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

তানভীর আহমেদ: তাহিরপুর:সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নব নির্মিত দ্বিজেন্দ্র কুমার নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ মে) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনির্মিত দ্বিজেন্দ্র কুমার নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন।

এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্যে রাখেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা প্রকৌশলী মো: ইকবাল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার,উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ, জাহিদ হাসান রুবেল প্রমুখ।

দ্বিজেন্দ্র কুমার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দীনেশ তালুকদার এর পুত্র দীপক তালুকদার গণমাধ্যমকে জানান, আমার বাবার দীর্ঘদিনেের স্বপ্ন ছিল বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করার, আজ সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। টিনের ঘর থেকে বিদ্যালয়টি আজ ৩ তলা ভবনে নির্মিত হয়েছে, এ জন্য হাওর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এ মাধ্যমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮