DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাসের কারণে আর্জেন্টিনা এখন আরো শক্তিশালী: মেসি

DoinikAstha
জুন ১, ২০২১ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসের কারণে আর্জেন্টিনা এখন আরো শক্তিশালী: মেসি

স্পোর্টস ডেস্ককরোনাভাইরাসের কারণে এবারের কোপা আমেরিকার আয়োজক দেশ থেকে বাদ গেছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। তার জায়গায় এবারের আসরের আয়োজক হয়েছে ব্রাজিল। টুর্নামেন্ট শুরুর আগে নিজের দল নিয়ে সন্তুষ্ট আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা এখন আরো শক্তিশালী বলে জানিয়েছেন তিনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে রেকর্ড ছয়বারের বর্ষসেরা মেসি বলেন, দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুশি। আমরা এক অদ্ভুত ও ভিন্নরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, কঠোর পরিশ্রম করছি এবং বাছাইপর্বের জন্য প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরো বলেন, আমি খুবই রোমাঞ্চিত এবং ভালো করার জন্য ক্ষুধার্ত। গত কোপা আমেরিকায় আমরা ভালো একটি ছাপ রেখেছিলাম। কিন্তু আমরা এতেই খুশি হতে পারি না। আমরা আরো উন্নতি করে যেতে চাই।

আরো পড়ুন :  সেরা দুইয়ে থেকে প্লে-অফে কলকাতা বাদ গেল গুজরাট

আর্জেন্টাইন অধিনায়ক যোগ করেন, বাছাইপর্বে সর্বশেষ ম্যাচগুলোয় আমরা খুব ভালো খেলেছি। দুর্ভাগ্যক্রমে, এরপর অনেকটা সময় কেটে গেছে। মাঝে আমরা আবার খেলার জন্য একত্রিত হতে পারিনি। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ছন্দ ফিরে পেতে হবে এবং উন্নতি করতে হবে।

নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে মেসি বলেন, জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই বিশেষ কিছু। আমরা জিততে চাই, আর এটাই আমাদের লক্ষ্য। তরুণ ও অভিজ্ঞরা এর জন্য প্রস্তুত। আমি মনে করি, শক্ত একটা ভিত নিয়ে আমরা খুব ঐক্যবদ্ধ একটা দল।

কোচের প্রশংসা করতেও ভোলেননি মেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, লিওনেল স্কালোনি দায়িত্ব নেয়ার পর তার বাছাই করা তরুণ খেলোয়াড়দের নিয়ে দলটা গড়ে উঠেছে। আমাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে এমন শক্তিশালী দলই প্রয়োজন।

আরো পড়ুন :  সেরা দুইয়ে থেকে প্লে-অফে কলকাতা বাদ গেল গুজরাট

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬