স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্য ম্যাচে জার্মানিকে রুখে দিয়েছে ডেনমার্ক। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। এদিকে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইংল্যান্ড।
২০১৫ সালের পর এই প্রথম ফ্রান্সের হয়ে খেললেন করিম বেনজেমা। তবে পাননি কাঙ্ক্ষিত গোলের দেখা। নিকো উইলিয়ামসকে লাল কার্ড দেখিয়ে পেনাল্টি পেলেও সুবর্ণ সুযোগ মিস করেছেন বেনজেমা।
[irp]
তবে গোল করেছেন তার তিন সতীর্থ। ফার্স্ট হাফে কিলিয়ান এমবাপ্পে এগিয়ে দেয়ার পর সেকেন্ড হাফে ব্যবধান দ্বিগুণ করেন আঁতোয়া গ্রিজমান। শেষদিকে উসমান দেম্বেলের গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
অন্য ম্যাচে জার্মানির হয়ে দুই বছর পর মাঠে নামেন টমাস মুলার ও মাটস হুমেলস। ফার্স্ট হাফ গোলশূন্য।
সেকেন্ড হাফের শুরুতেই জার্মানদের এগিয়ে দেন ফ্লোরিয়ান নেহাস। পিছিয়ে থেকে গোলের জন্য মরিয়া ডেনমার্ক ৭১তম মিনিটে ফেরায় সমতা। দলের হয়ে গোলটি করেন ইউসুফ পোলসেন। শেষ পর্যন্ত কোন দল আর গোল না পাওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

















