যশোরের দুই পৌরসভায় কঠোর বিধি-নিষেধ
জেলা প্রতিনিধিঃকরোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোরের দুইটি পৌরসভায় কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুন) বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, যশোর পৌর এলাকা ও অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় কঠোর বিধি-নিষেধ আরোপ থাকবে। এর ফলে গণসমাবেশ ও অনুষ্ঠান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মোটরসাইকেল ও রিকশায় একজন করে এবং অটোরিকশায় দুইজনের বেশি চলাচল করতে পারবে না।
কমিটির মুখপাত্র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, প্রতিদিন যশোর পৌর এলাকা ও অভয়নগরের নওয়াপাড়া পৌর এলাকায় সংক্রমণের হার বেড়ে যাচ্ছে৷ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যশোর পৌর এলাকার দুইটি ওয়ার্ডের চলমান কঠোর বিধি-নিষেধ যশোর পৌর এলাকার সব ওয়ার্ডে সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি জানান, এছাড়াও নওয়াপাড়ার দুইটি ওয়ার্ডের চলমান বিধি -নিষেধ সকল ওয়ার্ডে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
সভায় সবাইকে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়৷ ধর্মীয় প্রতিষ্ঠানে, বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালনের ওপর জোর দেওয়া হয়৷
প্রতিদিনই যশোরে বাড়ছে করোনা শনাক্তের হার। সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ভারত সীমান্তবর্তী যশোর জেলায় মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনা শনাক্তের হার বাড়তে শুরু করে। জুন মাসের শুরুতেও বহাল ছিল ঊর্ধ্বমুখীভাব।
গত ৩ জুন শনাক্তের হার ছিল ২৫ শতাংশ, ৪জুন ২৩ শতাংশ, ৫জুন ২০ শতাংশ, ৬ জুন বেড়ে ২৩ শতাংশে, পর দিন ৭ জুন তা আরও বেড়ে দাঁড়ায় ২৯ শতাংশে। বৃদ্ধির ধারবাহিকতায় গত চব্বিশ ঘন্টার হিসেবে তা দাঁড়িয়েছে ৪২ শতাংশ।
গত ২৪ ঘন্টায় এ জেলায় ২৯৪জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২৫জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৯৫৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৩জন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭জন।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ঊর্ধ্বমুখী এ হার রুখতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন এলাকায় মানুষের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে।