ব্যাংক কর্মকর্তার হবু বউ পছন্দ না হওয়ায় আত্বগোপন : সাত দিন পর উদ্ধার
- আপডেট সময় : ০৫:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১০৮৮ বার পড়া হয়েছে
ব্যাংক কর্মকর্তার হবু বউ পছন্দ না হওয়ায়
আত্বগোপন : সাত দিন পর উদ্ধার
আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
এক সপ্তাহ রহস্যজনক ভাবে আত্বগোপন করে থাকা গাইবান্ধার পলাশবাড়ীর ব্যাংক কর্মকর্তাকে ৩০ জুন রাতে ঢাকা থেকে খুঁজে পেয়েছে পুলিশ। হবু বউ পছন্দ হয়নি বলে স্ব-ইচ্ছায় আত্বগোপন করেছিলেন এমনটিই পুলিশের কাছে জানিয়েছেন তিনি ।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ানের পারিবারিক ভাবে গাইবান্ধায় এক মেয়ের সাথে বিবাহের দিন তারিখ ধার্য্য করা হয়। কিন্তু তার হবু স্ত্রী পছন্দ না হওয়ায় বিয়ের মার্কেটিং করার কথা বলে তিনি আত্বগোপনে চলে যান।
তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার আদাবরের ৩১ নম্বর বাড়ি ভাড়া নিয়ে স্বইচ্ছায় আত্বগোপন করেন।
এব্যাপারে নিখোঁজের স্বজনরা পলাশবাড়ী থানায় একটি জিডি করেন। গাইবান্ধার পুলিশ গোপনে বিষয়টি মোবাইল ট্রাকিং করে তার সন্ধান বের করেন এবং তাঁকে আত্বগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে গাইবান্ধায় নিয়ে আসেন।
এঘটনায় ১লা জুলাই বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুর রহমান প্রেস ব্রিফিং করে ঘটনার বর্ণনা দেন এবং আবু সুফিয়ানকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করেন।
[irp]




















