কাহালুতে ইউএনও হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ বর সহ ৩ জন গ্রেফতার।
কাহালু (বগুড়া) প্রতিনিধি-ঃ বগুড়া জেলা কাহালু উপজেলার মহেশ পুর গ্রামে ৯ জুলাই বৃহস্পতিবার সকালে রফিকুলের বাড়িতে গোপনে ৪র্থ শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ হচ্ছে এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মোঃ মাসুদুর রহমান পুলিশ সহ হানা দেন।
এ সময় বর,কাজী, আয়োজক ওবর পক্ষের ৩ জনসহ ৭জনকে আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতে বর নওগাঁ জেলার খয়রাবাত গ্রামের বেলাল হোসেনের পুত্র আঃ মোমিন (৩০) কে ৬ মাস, কাহালুর আখুন্জা গ্রামের মহসিনের পুত্র বিবাহ রেজিস্ট্রার কাজী আব্দুল গফুর( ৪৬)কে ১০ মাস, আয়োজক কনের ফুফা মহেশপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম( ৫০)কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ছাড়া কনের ফুফু খালেদা খাতুন (৪০) ও বরে দুলাভাই জাহাঙ্গীর, আত্মীয় সেকেন্দার ও আনিছুর রহমান কে ভ্রাম্যামান আদালতে ১৫ হাজার টাকা করে জরিমানা আদায় করে। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা র এসআই আল-আমীন, রেজাউল করিম, এসআই গুলবাহারসহ পুলিশ ও আনসার সদস্যরা।