কঠোর লকডাউনের প্রথম দিনে আনোয়ারা উপজেলা প্রশাসনের কড়াকড়ি অবস্থান
আনোয়ারা প্রতিনিধি : সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে কড়াকড়ি অবস্থান আনোয়ারা উপজেলা প্রশাসন।উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন অমান্য করে বিনা কারণে ঘুরাঘুরি ও গাড়ী চালানোর বিভিন্ন অপরাধে একাধিক জনকে ২৭ মামলায় ৬ হাজার ৪ শত টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাট। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আযহার পর শুরু হওয়া আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে উপজেলার, চাতরী চৌমহনী ,বন্দর সেন্টার , কালাবিবির দিঘির মোড় ও উপজেলা সদর এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী। এসময় অভিযান পরিচলানায় সহযোগীতা করেন আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার। উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, সাধারণ মানুষ যাতে লকডাউনে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হয় সে ব্যাপারে কঠোর ভাবে সতর্ক রয়েছে উপজেলা প্রশাসন। সরকারী বিধিনিষেধ অমান্য করায় এবং যথাযত কারণ দেখাতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন যানবাহন ও ব্যক্তির বিরুদ্ধে ২৭ টি মামলায় ৬৪০০ টাকা জরিমানা করা হয়েছে।