DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

১৬০ টাকা কেজিতে বিক্রী হচ্ছে কাচা মরিচ দিশেহারা গাইবান্ধার নিম্ন আয়ের মানুষ

DoinikAstha
আগস্ট ৮, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

১৬০ টাকা কেজিতে বিক্রী হচ্ছে কাচা মরিচ দিশেহারা গাইবান্ধার নিম্ন আয়ের মানুষ

 

মো: আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :

গত সপ্তাহে গাইবান্ধার হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হতো ৩০ টাকা দামে। সেটি এখন বেড়ে ১৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এতে করে বিপাকে পড়েছে গাইবান্ধার নিম্নআয়ের মানুষেরা।

৮ আগস্ট রবিবার বিকেলে গাইবান্ধার জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ থেকে ১৮০ দামে বিক্রি করা হচ্ছে।

 

গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলার তালুক জামিরা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী উজ্জল চন্দ্র বলেন, আড়তে বেশী দাম দিয়ে কাঁচা মরিচ কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ টাকা দামে বিক্রি করছি।

 

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ইলেকট্রিশিয়ান আব্দুস সালাম বলেন , গাইবান্ধা জেলায় মরচিসহ প্রচুর পরিমানে শাক-সবজি উৎপাদন হয়। তার পরেও হঠাৎ করে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার নিম্নআয়ের মানুষেরা বিপাকে পড়েছে।

 

 

 

আরো পড়ুন :  শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত এর মধ্যদিয়ে শুরু হলো জুলাই পদযাত্রা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]