আন্তর্জাতিক ডেস্কঃ সামাজিক মাধ্যম ভাইরাল হয়ে যাওয়া অডিও রেকর্ডে শোনা যায়, রাশিয়ার যুদ্ধ জাহাজ থেকে বলা হচ্ছে, তোমরা অস্ত্র সমপর্ণ করো এবং আত্মসমপর্ণ করো। অন্যথায় আমরা গুলি চালাতে শুরু করবো। তোমরা কি শুনতে পাচ্ছো?
কিন্তু রাশিয়ার সেনাদের কাছে আত্মসমপর্ণ করতে অস্বীকার করে তারা । ফলে তাদের ওপর গোলা বষর্ণ করতে শুরু করে রাশিয়ার যুদ্ধ জাহাজ।
টুইটার, টিকটক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে একটি দ্বীপে নিহত ১৩ জন সৈনিকের গল্প ছড়িয়ে পড়েছে ।
স্নেক আইল্যান্ড নামের ছোট্ট একটি দ্বীপে ইউক্রেনের ১৩ জন সৈনিক তাদের ঘাটির দখল ধরে রেখেছিল। রাশিয়ার একটি যুদ্ধজাহাজ সেখানে এসে তাদের আত্মসমপর্ণ করার নির্দেশ দেয়।
এরপর ইউক্রেনের রক্ষীদের কথা শুনতে পাওয়া যায় ‘যথেষ্ট হয়েছে’ এরপর তারা বলে, ”রাশিয়ান ওয়ারশিপ, গো ফা… ইউরসেলফ’।
এরপর যুদ্ধজাহাজ থেকে রক্ষীদের ওপর গোলা বষর্ণ করা হলে ১৩ জন রক্ষীর সবাই নিহত হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি তাদের সাহসিকতার প্রশংসা করে বলেছেন, তারা সবাই যুদ্ধে সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার পাবেন।