DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১২ই মার্চ ২০২৫
ঢাকাবুধবার ১২ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
এপ্রিল ১৪, ২০২২ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

দেওয়ানগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার মনিটরিং এর অংশ হিসাবে  জামালপুর জেলার  দেওয়ানগঞ্জ পৌর বাজারের বিভিন্ন গোসতের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ ১৩ এপ্রিল বুধবার সকাল ৮  ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কসাইদের হেলথ সার্টিফিকেট ও লাইসেন্স না থাকা, বাসি মাংস বিক্রি করা ও মাংসের মূল্য তালিকা না রাখা, কসাইখানা পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখায় এবং ফিটনেস সার্টিফিকেট না রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া জিল বাংলা সুগার মিল বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন খাবার হোটেলে এবং মুদী দোকানেও অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা বলেন, আমাদের কাছে অভিযোগের ভিক্তিতে মাংসের দোকানে অভিযান পরিচালনা করেছি। পরবর্তীতে সুনির্দিষ্ট অভিযোগ পেলে বড় আকারে অভিযান পরিচালনা করা হবে। অভিযানের সাথে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ৪:২৫
  • ৬:০৯
  • ৭:২২
  • ৬:১২