বিনোদন প্রতিবেদক : গত বুধবার (৬ জুলাই) সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে নিরব ও স্পর্শিয়া ‘ফিরে দেখা”। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক নিরব। ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। ক্যারিয়ারে প্রথমবারের মত সিনেমা পরিচালনা করেছেন তিনি। সিনেমার নাম ‘ফিরে দেখা’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও স্পর্শিয়া।
মুক্তিযুদ্ধের গল্পনির্ভর এই সিনেমার পরিচালনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রোজিনা নিজেই। তার বিপরীতে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে।
এ বিষয়ে নিরব বলেন, আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে আমার অভিনীত এই সিনেমাটি। এতে আমি অনেক খুশি। রোজিনা আপার মতো কিংবদন্তি অভিনেত্রীর পরিচালনায় কাজ করার সুযোগ পেয়েছি আমি। এটি আমার কাছে খুব স্পেশাল একটি সিনেমা। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।
সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলেও জানান নিরব।
এমকে/মমিতা