DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির ৬ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটার নিরাপত্তা আইনে মামলা

Doinik Astha
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

রাঙামাটির ৬ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছে। ১৪ সেপ্টেম্বর (বুধবার) এ মামলা দায়ের করেন, রাঙামাটি নাজনীন আনোয়ার।

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলাটি আমলে নিয়ে পিবিআই’কে আগামী ১৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। নাজনীন আনোয়ার’র দায়েরকৃত মামলায় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ফজলে এলাহী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক অনির্বান শাহরিয়ার, জাগো নিউজের রাঙামাটি প্রতিনিধি সাইফুল হাসান, দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদ, টিবিএস’র খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম ও বণিক বার্তা’র রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনিসহ অজ্ঞাত কয়েকজনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় নিউজ ও পোস্ট করার কারণে বাদীনী এবং তার মা সামাজিক ও রাজনৈতিক ভাবে অপদস্থ হয়েছে। যে কারনে তারা মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

মুহাম্মদ ইলিয়াস রাঙামাটি/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮