এই প্রজন্মের তরুণ সংগীত শিল্পী মাহফুজ সোহেল। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার কণ্ঠে ‘এক বুক ভালোবাসা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও।গানটির কথা লিখেছেন রায়হান রিজন। সুর করেছেন মাহফুজ সোহেল। গানটির সংগীত আয়োজন করেছেন ওয়াহিদ শাহিন
জাহাঙ্গীর গাজী’র পরিচালনায় ভিডিওতে মডেলিং করেছেন অপুর্ব শেখ এবং অনন্যা প্রিয়ন্তী। ‘এক বুক ভালোবাসা’ (১৬ ডিসেম্বর) এমএস মিউজিক অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই ইউটিউবে ভালো সাড়া ফেলছে গানটি৷
এই প্রসঙ্গে শিল্পী মাহফুজ সোহেল বলেন, এত এত সাড়া পাব ভাবতেও পারিনি। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি গানটি ভালো করার, মনে হচ্ছে তাই হয়েছে। বাকিটা দর্শকের উপর ছেড়ে দিলাম। আশাকরি মিউজিক ভিডিওটা দেখে এবং গানটি শুনে সবার ভালো লাগবে।
এমকে/আস্থা/মমিতা
গানটি দেখতে নিচের ছবিতে ক্লিক করুন:
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।