DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশীকে বেনাপোলে হস্তান্তর

Astha Desk
জানুয়ারি ১১, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশীকে বেনাপোলে হস্তান্তর

 

মোঃ ওসমান গনি/বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

 

ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশী নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ বুধবার বিকাল ৫টায় তাদেরকে হস্তান্তর করা হয়।

 

ফেরত আসা নাগরিকগন হলো, আজিম ভুইয়া (৩৪), আহমেদ আল ফাহাদ (২৫), মোঃ টুটুল (৩০), মুনিয়া খাতুন (২৮), মুস্তাদ মমতা (৫৬)।

 

তারা যশোর, হিলি, আগরতলা ও মহেশপুর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর পুলিশ কর্তৃক আটক করে। পরে তাদের বিভিন্ন সেভ হোম থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেন ভারতীয় পুলিশ।

 

বেনাপোল ইমিগ্রেশনের কর্মকর্তা ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পাচার হওয়া ৫ বাংলাদেশীকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]