DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে-ফরিদ উদ্দিন আহমেদ

Abdullah
জানুয়ারি ২৮, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে-ফরিদ উদ্দিন আহমেদ

 

আস্থা ডেস্কঃ

ফের বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। এবার বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাইকারিতে বাড়লে গ্রাহক পর্যায়েও ৫ শতাংশ দাম বাড়ানো হতে পারে। এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এবার বিদ্যুতের পাইকারি দাম প্রতি ইউনিটে ৫০ পয়সা (৮ দশমিক শূন্য ৩ শতাংশ) বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পাইকারিতে বাড়লে গ্রাহক পর্যায়েও দাম বাড়ানো হতে পারে। বিদ্যুৎ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে দাম বাড়ানোর প্রস্তাবের বিষয় কিছুই জানে না বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসি’র সদস্য (বিদ্যুৎ) বজলুর রহমান এ ব্যাপারে মানবজমিনকে বলেন, তাদের কাছে প্রস্তাব আসেনি। তবে সরকার ইচ্ছা করলে পাইকারি ও খুচরা দাম বাড়াতে পারবে নির্বাহী আদেশে।

সর্বশেষ গত ২১শে নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এ সময় ইউনিটপ্রতি গড় পাইকারি দাম দাঁড়ায় ৬ টাকা ২০ পয়সা। পিডিবি’র প্রস্তাব অনুসারে দাম বাড়লে প্রতি ইউনিটের দর হবে ৬ টাকা ৭০ পয়সা।

 

গত ১২ই জানুয়ারি নির্বাহী আদেশে খুচরা পর্যায়ে ৫ শতাংশ দাম বাড়ানো হয়। এর পর ১৮ই জানুয়ারি নির্বাহী আদেশেই গ্যাসের দাম বাড়ে। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম এক লাফে ১৭৯ শতাংশ বাড়ানো হয়। এতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বেড়ে হয় ১৪ টাকা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১