“বাজুস” খাগড়াছড়ির নির্বাচন সম্পন্ন সভাপতি-নির্মল. সম্পাদক-বনমালি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
স্বর্ণ ব্যবসায়ীদের অন্যতম সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের শাপ্লা চত্ত্বরস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্মল দেবনাথ ও সাধারণ সম্পাদক পদে বনমালি ধর এবং সাংগঠনিক অন্যান্য পদসহ মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটির সকলে বিনা প্রতিদ্বদ্ধীতায় জয়লাভ করে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি সুধীর রঞ্জন বনিক, সহ-সভাপতি দীলিপ কুমার বনিক, সাধারণ সম্পাদক প্রণব সাহা, সহ-সাধারণ সম্পাদক সুজিত কুমার দে এবং দপ্তর সম্পাদক শম্ভু ধরসহ অন্যান্যদের উপস্থিতে নব নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়।
এ সময় নব নির্বাচিত কমিটির সভাপতি নির্মল দেবনাথ ও সাধারণ সম্পাদক বনমালি ধর তাদের বক্তব্যে ‘বাজুস’ চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের কাছে খাগড়াছড়ি স্বর্ণ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলার স্বর্ণ ব্যবসায়ী ও গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ‘বাজুস’ চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ।
নব নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি ও সাধরণ সম্পাদকসহ সকল সদস্যদেরকে শপথ পাঠ করান, ‘বাজুস’ চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি সুধীর রঞ্জন বনিক এবং সাধারণ সম্পাদক প্রণব সাহা।
বিকেলে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটিকে নিয়ে শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়।
নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন, সাংবাদিক তমাল তরুণ দাশ লিটন ও মোঃ নাজির আহমেদ।