DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পদ্মা রেল লিংকের শ্রমিক নিহত

Astha Desk
মার্চ ২৩, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পদ্মা রেল লিংকের শ্রমিক নিহত

 

মামুনুর রশীদ/ভাঙ্গা প্রতিনিধিঃ

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের চাঁকায় পিষ্ট হয়ে শাহিন শরীফ (২২) নামের পদ্মা রেল লিংকের এক শ্রমিক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে কাজে যাওয়ার সময় ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের দীঘলকান্দা নামক স্থানে ট্রাক চাঁপা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক শাহিন শরীফ আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের শহিদুল শরীফের ছেলে। শাহিন ছোটবেলা থেকেই মামা বাড়ি দীঘলকান্দায় মায়ের কাছে বসবাস করেন।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাহিনের বাবা শহিদুল শরীফ ২০ বছর আগে তার মাকে তালাক দিয়ে দেয়। সেই থেকে শাহীন তার মায়ের কাছেই বড় হয়। শাহিন ১৬ বছর বয়স থেকে রেলের শ্রমিক হিসেবে বামন কান্দা রেলস্টেশনে কাজ করে আসছেন মায়ের একমাত্র উপার্জনক্ষম এই ছেলে। প্রতিদিনের মত ফজরের নামাজ পড়ে কাজের জন্য বের হন শাহীন। কিন্তু বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় বাঙ্গি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৯-২৯২৭) তাকে পিষ্ট করে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় বগাইল-শিবচর এক্সপ্রেসওয়ে নিযুক্ত শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, ঢাকা গামী বাঙ্গি বোঝাই একটি ট্রাক শাহীনকে চাঁপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। আমরা ট্রাক আটক করেছি ড্রাইভার হেলপার পালিয়ে গেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০