DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে আহত-১ “ফলোআপ”

Astha Desk
মার্চ ২৭, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে আহত-১ “ফলোআপ”

ঢাকা দক্ষিন প্রতিনিধিঃ

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন ৯তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাটা সিগন্যাল সংলগ্ন ৯তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়।

 

রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আগুন পাঁচতলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরো বলেন, ভবনের পাঁচতলায় একটি কম্পিউটার দোকানে আগুনের সূত্রপাত। মার্কেটের ৩-৪টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার পর ভবনের ফায়ার স্টিংগার ব্যবহার করা হয়েছে। তবে ভবনে জরুরি নির্গমপথ পর্যাপ্ত ছিল না।

 

ভবনটি আপাতত পুলিশের হেফাজতে আছে। দোকান মালিক ও বাসিন্দাদের এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে আজ রাতের মধ্যে বাসিন্দাদের ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

আগুন লাগার পর থেকে রাত দশটা পর্যন্ত এলিফ্যান্ট রোডের এক লেনে যানচলাচল বন্ধ ছিল। এ সময় এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জনসাধারণ ও পথচারীদের তীব্র ভোগান্তিতে পোহাতে হয় এ কারণে ৷ তবে রাত দশটার পর থেকে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮