DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি জেলা প্রশাসক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রজন্ম ক্লাব

Astha Desk
মে ৭, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলা প্রশাসক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রজন্ম ক্লাব

 

রহিম হৃদয়/খাগড়াছড়িঃ


খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কলেজ গেইট প্রজন্ম ক্লাব। টুর্নামেন্টের রানার আপ হয় গতবারের চ্যাম্পিয়ন ইসলামপুর রেনেসাঁ ক্লাব। টুর্নামেন্টি ২২ ফেব্রুয়ারি থেকে ১৬টি দল অংশ গ্রহণে শুরু হয়েছিলো।

আজ শনিবার (৬ মে) দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠে এ গোল্ড কাপের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম।

 

প্রধান অতিথি মোঃ সহিদুজ্জামান বলেন, ‘খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করার ফলে একদিন এ জেলার ক্রিকেটাররা জাতীয় দলে খেলার উপযোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী হিরা, ইসলামপুর রেনেসাঁ ক্লাব এর চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মজিদ, বিসিবির খাগড়াছড়ি কোচ মোঃ মুজাহিদুল ইসলাম চৌধুরী বাবু প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।