DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা

Astha Desk
মে ৭, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা

রংপুর প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয়, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালিন মন্তব্য করায় কানাডা ও আমেরিকায় প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

 

আজ রবিবার দুপুরে এই মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্ডি মন্ডল। মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, ঢাকার জিগাতলা এলাকার কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, ঢাকার সবুজবাগ এলাকার আমেরিকা প্রবাসী নাজমুস সাকিব,গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহিম আলী ও ঢাকা সবুজবাগ থানা এলাকার আনিছ মিয়া। এছাড়া অজ্ঞাত আরও ৮/১০জনকে আসামী করা হয়।

 

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেন। এছাড়া মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ একই ব্যক্তিদের নামে আরেকটি পৃথক মামলার জন্য আবেদন করেছেন।

 

মামলা ও বাদি সূত্রে জানাগেছে, কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, আমেরিকা প্রবাসী নাজমুস সাকিবসহ অন্যান্যরা বিভিন্ন সময়ে অনলাইন নাগরিক টিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের প্রতি অশালিন মন্তব্য ও কঠুক্তি করে আসছে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এসব অপপ্রচারের ন্যায় বিচার চেয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।

 

মামলার বাদি মহানগর আওয়মী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কন্তি মন্ডল বলেন, মামলার আসামীরা দেশ ও জাতির ক্ষতি করতে বিভিন্ন প্রকার প্রচারণা চালাচ্ছেন। তাই তিনি ন্যায় বিচারের আশায় মামলা করেছেন।

 

সাইবার ট্রাইব্যুনাল আদালতের এপিপি রুহুল আমিন তালুদার বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই’র এসপিকে তদন্তের আদেশ দিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]