ধামইরহাটে বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকান্ড
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বৈদ্যুতিক গোলযোগের ফলে উৎপন্ন আগুন থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার (৭ মে) রাঁত ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের চক হরিহরপুর নামক গ্রামের মৃত মোখলেছ এর ছেলে মোঃ মোস্তফার বসতবাড়িতে অগ্নিকান্ডের এই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অগ্নিকান্ডের বিষয়টি বুঝতে পেরে আসবাপত্র, গবাদি পশু ও অন্যান্য মালামাল সমূহ সরিয়ে নেওয়া হয়। তবে ধামইরহাট ফায়ার সার্ভিসের যোগাযোগ নম্বর তাদের কাছে না থাকায় ৯৯৯ সেবার সহযোগিতা নিয়েছে তারা।
এ ব্যাপারে উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর ভারপ্রাপ্ত অফিসার মোঃ ছয়ফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্সসহ এসে ১ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়। তিনি জানান, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে কিছুটা হলেও কম ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, মাটির এই কাঁচা বাড়িতে তালার অংশে খড়ি ও পাট কাঠি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরেছে। টিনের ছাউনিসহ নানা সরঞ্জামাদি পুরেছে, আনুমানিক ১লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও ৫লক্ষ টাকা মূল্যের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।