DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের নগরমাতা জায়েদা খাতুন

Abdullah
মে ২৬, ২০২৩ ২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের নগরমাতা জায়েদা খাতুন

 

এম এইচ ইলিয়াছঃ

গাজীপুর সিটি করপোরেশনের নাগরিকেরা বেছে নিয়েছে তাদের নতুন নগরমাতা জায়েদা খাতুনকে। ১৬ হাজার ১শ ৯৭ ভোটে তিনি হারিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খানকে।

 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪শ ৮০ কেন্দ্রের বে-সরকারি ফল ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ফল জানানো হয়।

 

স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে
পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯শ ৩৪ ভোট। বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭শ ৩৭ ভোট। ফলে জায়েদা খাতুন ১৬ হাজার ১শ ৯৭ভোটে জয়লাভ করেছে।

 

গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করছেন।

 

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২লাখ ৩৮ হাজার ৯শ ৩৪ ভোট, নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান পেয়েছে ২ লাখ ২২ হাজার ৭শ ৩৭ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন পেয়েছেন ১৬ হাজার ৩শ ৬২ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৩শ ৫২ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মোঃ রাজু আহাম্মেদ পেয়েছেন ৭হাজার ২শ ৬ ভোট, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৯শ ৭৪ ভোট।

 

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মোঃ হারুন-অর-রশীদ পেয়েছেন ২ হাজার ৪শ ২৬ ভোট ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম পেয়েছেন ২৩ হাজার ২শ ৬৫ ভোট।

 

এছাড়া ৫৭টি সাধারণ ওয়ার্ডে ২শ ৪৫ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতায় করেছেন। ১৫ নম্বর ওয়ার্ডে ফয়সাল আহমেদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

 

আরো পড়ুন :  গরম কমার সম্ভাবনা নেই, ফের বাড়ছে হিট অ্যালার্টের মেয়াদ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিলো ৪শ ৮০টি, ভোটকক্ষ ৩ হাজার ৪শ ৯৭টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪শ ৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭শ ৬২, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬শ ৯৬ এবং তৃতীয় লিঙ্গের ১৮ জন।

 

নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯শ ৭০ জন, প্রিসাইডিং অফিসার ৪শ ৮০, সহকারী প্রিসাইডিং অফিসার ৩ হাজার ৪শ ৯৭ এবং পোলিং অফিসার ৬ হাজার ৯শ ৯৪ জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪