DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে এমপি নূর মোহাম্মদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Abdullah
মে ২৯, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদীতে এমপি নূর মোহাম্মদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কটিয়াদী প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৮ মে রবিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী লায়ন মোঃ সারোয়ার হোসেনের ব্যবস্থাপনায় ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক পর্যায়ক্রমে ডাংগেরগাঁও, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় খেলার মাঠ ও দক্ষিণ বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী লায়ন সারোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুতনের সঞ্চালিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি।

মত বিনিময় সভায় প্রধান অতিথি নূর মোহাম্মদ এমপি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, বর্তমান সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সকলকে কাজ করতে হবে।

মত বিনিময় সভার বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, ৩ নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা, করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রফিক উদ্দিন লস্কর (মোহন), কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, চাঁন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সৈয়দ মুরাদ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান খান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ খালেক সরকার রাজু, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু, করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন লিটন, যুগ্ন-সাধারন সম্পাদক আসির উদ্দিন বকুল, করগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কর্নেল,  সাংগঠনিক সম্পাদক মোবারক সরকার প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪