শিরোনাম:
ফুলবাড়ীতে ট্রাক্টর চাপায় ড্রাইভার নিহত
Astha DESK
- আপডেট সময় : ০৯:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১০৫৭ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে ট্রাক্টর চাপায় ড্রাইভার নিহত
ফুলবাড়ী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোজাই ট্রাক্টরের চাপায় ট্রাক্টরের ড্রাইভার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬জুন) সকাল ১১ টার দিকে আছিয়ার বাজার এলাকায় এঘটনা ঘটে।
নিহতর নাম একরামুল হক (৩৫)। সে উপজেলার কবিরমামুদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ও দুই সন্তানের জনক ছিল।
জানা গেছে, সকালে বালু পরিবহনের জন্য ট্রাক্টর নিয়ে একরামুল হক বের হয়ে আছিয়ার বাজার এলাকায় পৌঁছিলে ট্রাক্টরের চাকা পানচার হয়। এ সময় ট্রাক্টরের ড্রাইভার একরামুল হক ট্রাক্টরটি জগ এর উপর ঠ্যাস দিয়ে পানচানকৃত চাকা খুলতে গেলে ট্রাক্টরটি জগ থেকে ¯পিছলে পড়ে ট্রাক্টর ড্রাইভার একরামুল এর উপর চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।



















