DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে বালু উত্তোলন-৭লাখ টাকা জরিমানা

Abdullah
জুন ৬, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে বালু উত্তোলন-৭লাখ টাকা জরিমানা

 

ঝালকাঠি প্রতিনিধিঃ

বালুমহাল আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে ঝালকাঠির নলছিটিতে ২ বালু ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। আজ মঙ্গলবার (৬জুন) বিকেল ৪টার দিকে নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় ভ্রাম্যমান আদালতে এ জরিমানা আদায় করেন।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন, পটুয়াখালীর কেশবপুর এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭) ও বরিশাল বানারিপাড়ার রাজ্জাকপুর এলাকার মাহাবুব ডাকুয়ার ছেলে রিমন ডাকুয়া (২০)। এদের মধ্যে নাসির হাওলাদারের কাছ থেকে ৫ লাখ ও রিমন ডাকুয়ার কাছ থেকে ২লাখ টাকা সহ মোট ৭লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

এলাকাবাসী জানান, তারা দীর্ঘদীন ধরে রাতের আধারে অবৈধভাবে সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে আসছিলেন। গতকাল ভোর রাতে তারা রায়াপুর সংলগ্ন সুগন্ধা নদীর চরের মাটি কেটে নেওয়ার সময় এলাকাবাসী প্রশাসনকে খবর দিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থ দণ্ডাদেশ প্রদান করেন। নদীভাঙ্গন রোধে এই ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ভাঙন কবলিত এলাকার ভুক্তভোগী জনগন।

 

সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাসির হাওলাদার ও রিমন ডাকুয়াকে জরিমানা করা হয়েছে। উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪