যায়যায়দিনের জন্য স্বতঃস্ফূর্ত শুভ কামনা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
দৈনিক যায়যায়দিন ভালোবাসার একটি নাম। আর এ ভালোবাসার জায়গাটি আরও একটি নতুন বছরে পা দিয়েছে ৬ জুন। অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল যায়যায়দিন জন্য।
যখন চারদিকে সব ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হচ্ছিল, তখন একমাত্র যায়যায়দিন অনেকটা বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক সংবাদ প্রকাশ করেছে। এটি অনেক সাহসিকতা এবং চ্যালেঞ্জিং একটি কাজ। আমরা পাঠক সবসময়ই পত্রিকাগুলোর কাছে প্রত্যাশা করি সমালোচনামূলক, গঠনমূলক এবং বস্তুনিষ্ঠ সংবাদ। সেদিক দিয়ে যায়যায়দিন পাঠকদের প্রত্যাশা নিঃসন্দেহে পূরণ করে চলেছে। এখনো নীতি-আদর্শ সংগ্রাম সাফল্য পার করছে দৈনিক যায়যায়দিন।
বর্তমান সময়ে একমাত্র পা চাটা, পিছে হাটা কল্প কাহিনী প্রচার করা পত্রিকা পাচ্ছে বহুল প্রচারযোগ্য বিজ্ঞাপন। যা দিয়ে তাদের চলে যাচ্ছে সেরের উপরে সোয়া সেরের মতো। কিন্তু যায়যায়দিন পত্রিকা কালের সাক্ষী হয়ে আজও রয়েছে জাতীর পাশে।
আমার মতো মফস্বলের পাঠকদের জন্য যায়যায়দিন যেন এখনো সোনালী সংবাদের সময়োপযোগি দৈনিক। পানছড়িতে উৎযাপন হয়েছে। ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। শুভকামনা থাকলো।
যায়যায়দিন পাঠকদের আস্থা, ভালোবাসায় ১৭ বছর পার করে ১৮ বছরে পদার্পণ করছে। এভাবেই আরও শত শত যায়যায়দিনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
অশেষ শুভকামনা থাকলো পত্রিকা এবং পত্রিকা সংশ্লিষ্ট সকলের জন্য। বিশেষ করে পানছড়ি প্রতিনিধি সাংবাদিক মোফাজ্জল হোসেন ইলিয়াছ এর মতো যারা, যায়যায়দিনকে প্রাণের প্রিয় হিসেবে মুল্যায়ন করছে। তাদের সকলের নিকট আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীর পথচলা হোক নির্বিঘ্ন নিষ্কণ্টক এবং অকুতোভয়। শুভকামনা থাকলো যায়যায়দিন পত্রিকার প্রতি।