পুলিশের লাঠিপেটায় শাহবাগ থেকে সরল অবরোধকারীরা
আস্থা ডেস্কঃ
সরকারিসহ সব ধরনের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা, অবসরের বয়সসীমা বাড়ানোসহ চার দফা দাবিতে আজ শনিবার (১০ জুন) সাড়ে ৬ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন চাকরিপ্রত্যাশীরা।
চাকরিপ্রত্যাশীদের অন্য দুটি দাবি হলো চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২শ টাকা করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন চাকরিপ্রত্যাশীরা। এরপর চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়ক ঘুরে শাহবাগ মোড়ে যায়। বেলা দুইটার দিকে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়। অবরোধকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় মোতায়েন করা বিপুলসংখ্যক পুলিশ। পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
বক্তারা বলেন, ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে ৫৯ বছর। বাংলাদেশ এ ক্ষেত্রে পাকিস্তানকে অনুসরণ করে বয়সসীমা ৩০ বছর করে রেখেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে চাকরির বয়স ৩০ বছরে সীমাবদ্ধ রাখা যাবে না৷ বয়স বাড়ানোর বিষয়টি ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল বলে বক্তারা উল্লেখ করেন। এ বিষয়ে তাঁরা ভাষ্য, যাঁরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কমিটিতে ছিলেন, তাঁরা প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করতে পারেননি৷ কিন্তু তরুণসমাজ দমে যায়নি।