আর্থিক সংকটে করাচি বন্দর বিক্রি করছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্কঃ
চরম আর্থিক সংকটের জেরে করাচি সমুদ্রবন্দরের টার্মিনালগুলো সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রির চিন্তা করছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ ও নিক্কেই এশিয়া)।
প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি তহবিল গঠনের জন্য গত বছর পার্লামেন্টে আইন প্রণয়ন করে পাকিস্তান সরকার। সম্প্রতি করাচি বন্দর হস্তান্তরের জন্য জরুরি কমিটি গঠনের কথা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী।
করাচি বন্দর আরব সাগরের উত্তরে এবং ওমান উপসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। এটি পাকিস্তানের প্রধান সমুদ্রবন্দর। এর মাধ্যমে দেশটির ৬০ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি হয়।
আমিরাতের বন্দর থেকে ওমান উপসাগর দিয়ে করাচিতে পণ্য পরিবহন সহজ হবে। এ ছাড়া এ পথে হরমুজ প্রণালির চেয়ে পণ্য আরও দক্ষতার সঙ্গে পরিবহন করা যাবে। (সূত্র-জিও নিউজ ও নিক্কেই এশিয়া)।