DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মণিপুরের ঘটনা হৃদয় বিদারক-সনিয়া গান্ধী

Astha Desk
জুন ২২, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

মণিপুরের ঘটনা হৃদয় বিদারক-সনিয়া গান্ধী

 

আন্তর্জাতিক ডেস্কঃ

দেড়মাসের বেশি সময় ধরে হিংসা বিধ্বস্ত মণিপুর। সরকারি হিসেবে প্রায় ১০০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বেসরকারি মতে সংখ্যাটা আরও অনেক বেশি। সেই মণিপুরে শান্তির আবেদন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর। তিনি বলেছেন, সেখানকার নজিরবিহীন হিংসা সাধারণ মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। জাতির বিবেকে গভীর ক্ষত তৈরি করছে। সূত্র-ভারতীয় সংবাদ পত্র- ওয়ান ইন্ডিয়া।

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওয় সনিয়া গান্ধী দুঃখপ্রকাশ করেছেন। সারা জীবন ধরে তৈরি করা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ভাই-বোনেদের যাঁরা শান্তিপূর্ণ সহাবস্থান করতেন, তারা একে অপরের বিরুদ্ধে হিংসায় লিপ্ত হওয়াটা হৃদয় বিদারক।

মণিপুরের ইতিহাস সব জাতি ধর্ম, পটভূমির মানুষকে আলিঙ্গন করার ক্ষমতা দেয়। এছাড়াো সেখানকার সমাজ বৈচিত্রময়, রয়েছে বিপুল সম্ভাবনা, বলেছেন সনিয়া গান্ধী। তিনি বলেছেন, ভ্রাতৃত্বের চেতনাকে লালন-পালন করতে আস্থা ও সদিচ্ছা লাগে। তিনি বলেছেন, ঘৃণা ও বিভাজন ভুল পদক্ষেপ বলেও মন্তব্য করছেন তিনি।

সুন্দর মণিপুরের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার আবেদন করে সনিয়া বলেছেন, একজন মা হিসেবে তিনি রাজ্যবাসীর ব্যথা বোঝেন। ভাল বিবেকের পথ অনুসরণের আহ্বান জানিয়ে সনিয়া গান্ধী বলেছেন, তিনি আশা করছি আগামী কয়েক সপ্তাহ এবং কয়েক মাসে পুনর্গঠনের যাত্রা শুরু হবে এবং মণিপুর আরও শক্তিশালী হয়ে উঠবে। সবাই একসঙ্গে অগ্নি পরীক্ষা কাটিয়ে উঠতে পারবে বলেও মনে করেন তিনি।

এর আগে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে মণিপুরে বিভাজনের রাজনীতির খেলায় মেতে ওঠার অভিযোগ করেছে। কংগ্রেসের আরও অভিযোগ উত্তর-পূর্বের এই রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্র-ভারতীয় সংবাদ পত্র- ওয়ান ইন্ডিয়া।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০