শিরোনাম:
বোদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ০৭:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১০৫০ বার পড়া হয়েছে
বোদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় চন্দনবাড়ি ইউনিয়নে
পুকুরের পানিতে ডুবে আলিফ (৮) নামের এক শিশু মারা গেছে।
আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার চেংমারি গ্রামের এই দুর্ঘটনাটি ঘটে। শিশু আলিফ একই গ্রামের শাহজাহান ইসলামের ছেলে।
চন্দনবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য জাকারিয়া ইসলাম পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আলিফ বাড়ির পাশে পুকুর পাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। খেলা এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে। এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে। তাকে সেখান থেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু বলে ঘোষনা করেন।


















