সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১১০০ বার পড়া হয়েছে
সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
রংপুর প্রতনিধিঃ
রংপুরের হাজিরহাটে নিমার্ণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় লিটন ও হুমায়ূন নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ জুন) সকালে নগরির হাজিরহাট থানা এলাকার বখতিয়ারপুরে এ ঘটনা ঘটে।
নিহত লিটন বখতিয়ারপুরের সামসুল হকের ছেলে এবং হুমায়ূন সদর উপজেলার পানবাড়ি এলাকার মান্দার আলীর ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, বখতিয়ারপুরের বাসিন্দা এনামুল হকের নির্মাণাধীন বাড়ির ৩৩ ফুট গভীরতার সেপটিক ট্যাংকে কাজ করার জন্য সকাল সাড়ে ১১টার দিকে সেপটিক ট্যাংকে নামেন হুমায়ূন ও লিটন নামে দুই নির্মাণ শ্রমিক। এসময় ট্যাংকের নিচে পানিতে কাজ করা অবস্থায় লিটন অসুস্থ হয়ে পড়লে তাকে টেনে তুলতে গিয়ে হুমায়ূনও মই থেকে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দল মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে, সেপটিক ট্যাংকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না হওয়ায় তাদের মৃত্যু হয়েছে।
হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, এঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। বাড়ির মালিক এনামুল হকের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।



















