ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার! তৃণমূলকে হুমকি বিজেপি বিধায়কের
আস্থা ডেস্কঃ
বিজেপি ক্ষমতায় এলে উত্তর প্রদেশের মতো বাংলাতেও এনকাউন্টার হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। তবে এই প্রথম নয়, এর আগেও এই বিজেপি বিধায়ক পুলিশকে জুতোপেটা হুমকি দিয়েছিলেন। তাঁকে পাল্টা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার।
তাঁর কথায়, “এটা বিজেপির রাজনীতি। উসকানি দেয় ওরা। এনিয়ে আমরা ভাবি না।” একই কটাক্ষ শানিয়েছেন বনগাঁ সাংগাঠনিক জেলার তৃণমূল সহ সভাপতি অভিজিৎ বিশ্বাসও। তাঁর সতর্কবার্তা, “অযথা এসব বলে নিজের দলের কর্মীদের বিপদে ফেলবেন না।”
শনিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের আংরাইল বাজারে নির্বাচনী পথ সভা করে বিজেপি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দেন বনগাঁ দক্ষিণে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের।
স্বপন মজুমদার বলেন, “হুঁশিয়ারি দিয়ে যেতে চাই। দু-চারটে চুনোপুঁটি তৃণমূলের ঝান্ডা ধরে ফুলেফেঁপে উঠেছে।” কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি বলেন, “সামনে যে নির্বাচন তাতে কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথে বুথে। স্ট্রংরুম, গণনায় থাকবে। কাউকে ভয় পাওয়ার নেই। ভয় দেখাতে এলে পাল্টা ভয় দেখান আপনারা।” এরপরই তাঁর হুঁশিয়ারি, “এই নির্বাচনে বিজেপি জিতবে। আর বিজেপি জিতলে এই চোর ডাকাতরা বাড়ি ঢোকার সাহস পাবে না। আর যারা ধমকাচ্ছে, পুলিশকে দিয়ে চমকাচ্ছে। ক্ষমতায় এসে তাঁদেরই পুলিশ বাবাকে দিয়ে এনকাউন্টার করাব।”
পাল্টা বনগাঁ সাংগাঠনিক জেলার তৃণমূল সহ সভাপতি অভিজিৎ বিশ্বাসের কটাক্ষ, “ওঁরা এধরনের রাজনীতিই করে এসেছেন। দলের প্রাক্তন রাজ্য় সভাপতি, বর্তমান সভাপতি, এসব ধরনের কথা বলেন। সেই রীতিই বজায় রাখছে দলের বিধায়করা।” একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, “বেকার এসব বলে নিজের দলের কর্মী-সমর্থকদের বিপদে ফেলবেন না।” সূূূূত্র-ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন।