ফরিদপুরে গোল্ডেন পরিবহনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত-১
মামুনুর রশীদ ফরিদপুরঃ
ফরিদপুর ঢাকা-মাগুরা মহাসড়কের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গোরেদা মোড় এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের (নাম্বার ঢাকা মেট্রো ব ১৫-০৬১৫) সাথে যশোরগামী এস.এ পরিবহনের কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো উ ১৪-১২৭৩) মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক রাসেল শেখ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই কোম্পানির সেলস সুপারভাইজার মোঃ নুরুন্নবী (৫৫)। নিহত কাভার্ড ভ্যান চালক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের চরকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সুপারভাইজার একই জেলার সোনাইমুড়ী থানার নাওরী গ্রামের মৃত আরিফুর রহমানের ছেলে।
মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহত সুপারভাইজারকে চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
স্থানীয়রা জানান, মাগুরা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী এসএ পরিবহনের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হন ও সুপার ভাইজার আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা রাসেল শেখকে মৃত ঘোষণা করেন। এসময় আহত সেলস সুপারভাইজারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও বাসটি হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।