DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

Ellias Hossain
জুলাই ৯, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

আস্থা ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে মুরিয়েটা শহরের ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষের (এফএএ) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।

রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ওই প্লেনে থাকা ছয় আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। আশপাশেও আগুন ছড়িয়ে পড়ে।

এফএএর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে লাসভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি যাত্রা শুরু করে। পরে সান দিয়েগো থেকে প্রায় ৬৫ মাইল উত্তরে এটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়, যার ফলে আশপাশের বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ মর্গে পাঠায় স্থানীয় কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

ক্যাল ফায়ারের এক টুইট বার্তায় জানানো হয়, একটি মাঠে প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর প্রায় এক একর জমির গাছপালা আগুনে ধ্বংস হয়ে গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কিছুই জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনা তদন্তের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। মার্কিন সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এর তদন্ত করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬