কালাই-ক্ষেতলালের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জিআর ডি.ও বিতরণ
জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত কালাই ও ক্ষেতলাল উপজেলায় জি আর প্রকল্পের আওতায় ২শ ৪৬ মেট্রিক টন চালের ডি,ও বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৯ই জুলাই) দুপুরে কালাই উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ডিও বিতরণ করেন, জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডল, জয়পুরহাট জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড়ের সাধারণ সদস্য মোঃ রফিকুল ইসলাম, কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কালাই পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দীন মোল্লা, জেলা আওয়ামীলীগের সদস্য ও কালাই পৌরসভার মেয়র মোছাঃ রাবেয়া সুলতানা কাজল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (আ.দা.) মোহাম্মদ রুহুল আমিন পাপন, কালাই থানার ওসি মোঃ ওয়াসিম আল বারী প্রমূখ।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (আ.দা.) মোহাম্মদ রুহুল আমিন পাপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত জেলার কালাই ও ক্ষেতলাল উপজেলায় ২শ ৪৬টি ধর্মীয় প্রতিষ্ঠান ১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে কালাই উপজেলায় ১শ ২৭টি ধর্মীয় প্রতিষ্ঠান ১ মেট্রিক টন চাল এবং ক্ষেতলাল উপজেলায় ১শ ১৯টি ধর্মীয় প্রতিষ্ঠান ১ মেট্রিক টন চাল দেওয়া হয়। ঐসব জিআর চালের স্ব-স্ব বরাদ্দের ডিও প্রতিটি প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে।