DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হিলিতে সড়ক মেরামত ও ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

Astha Desk
জুলাই ১০, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে সড়ক মেরামত ও ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

 

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রধান সড়ক দ্রুত মেরামত ও হিলি রেল স্টেশনের আধুনিকায়ন, আন্তঃনগর ট্রেনসহ সকল ট্রেন থামানোর দাবিতে হিলি স্থলবন্দরে মানববন্ধন করেছে স্থানীয়রা।

আজ সোমবার (১০জুলাই) সকাল ১১টায় হিলি-হাকিমপুর নগরিক কমিটির উদ্যোগে বন্দরের চারমাথা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখিত দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহুতি দেয়ার ঘোষানাও দেয়া হয় ওই মানববন্ধন থেকে।

মুক্তিযোদ্ধা সংসদ, বন্দরের আমদানি-রফতানি কারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, শ্রমিক সমন্বয় পরিষদ, মোটর শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ মানবন্ধনে অংশগ্রহণ করে।

বক্তারা অভিযোগ করেন, সরকার প্রতিবছর এই বন্দর থেকে শত কোটি টাকার রাজস্ব আদায় করলেও এখানকার রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। ঠিকাদারের গাফিলতির কারণে সড়কের কাজ দ্রুত শেষ হচ্ছে না ফলে সড়কে প্রায় দূর্ঘটনা ঘটছে।

এছাড়াও সীমান্তে কোন চোরাচালান না হলেও বিজিবির বাধার কারণে হিলি রেল স্টেশনে কোন ট্রেন দাঁড় করানো হচ্ছেনা। এছাড়াও সন্ধা ৬টার পড়ে কাউকে রেল স্টেশনে থাকতে দেয়া হচ্ছেনা। বক্তারা বন্দরের রাস্তাঘাট মেরামতসহ হিলি রেল স্টেশনের উন্নয়ন সহ সকল প্রকার ট্রেন থামানোর দাবি জানান। অন্যথায় গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহুতি দেয়ার ঘোষণা দেন এক বক্তা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০