মোঃ মানিক খান, বিনোদন প্রতিবেদক: আজ নবাগত চিত্রনায়ক আব্দুল কাদের দিদার এর জন্মদিন। ঢালিউডের নতুন অ্যাকশন হিরো হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। পরিচালক অনিক বিশ্বাস পরিচালিত এবং ভিন্টেজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘খোদা হাফেজ’ নামের একটি সিনেমা দিয়ে নবাগত নায়ক এর অভিষেক হতে যাচ্ছে। এই সিনেমায় দিদার এর বিপরীতে নায়িকা হিসেবে কাজ করছেন নিপা আহমেদ রিয়েলি। সম্প্রতি শেষ হয়েছে থ্রিলার ও অ্যাকশনধর্মী চলচ্চিত্রটির শুটিং।
তার জন্মদিনের সকালটা শুরু হয় পরিবারের সঙ্গে। পরে চিত্রনায়ক রংপুরে এতিমদের সঙ্গে জন্মদিনের সময়টি ভাগাভাগি করে নেন। এছাড়াও তিনি আগামী দুই দিন বিভিন্ন মাদ্রাসার শিশুদের সঙ্গে সময়টা ভাগাভাগি করবেন। এমনটাই জানিয়েছেন এই নায়ক।
জন্মদিন প্রসঙ্গে দিদার বলেন, জন্মদিন সবসময় আনন্দদায়ক। আমি সবসময় এতিম ও মাদ্রাসার শিশুদের সঙ্গেই আমার জন্মদিন কাটাই। বছরের বিভিন্ন সময়েও আমি তাদের সঙ্গে সময় কাটায়।আমার অনেক ভালো লাগে। সবার আমার জন্য দোয়া করবেন। যাতে আগামীতে দর্শকদের যেন আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি।
চলচ্চিত্রের একটি অ্যাকশন দৃশ্যের জন্য সময় নিয়েছেন দুই মাস। বানিয়েছেন নিজের সিক্স প্যাক।গত বছর ও কক্সবাজারে শুটিংয়ের সময় নতুন এই অ্যাকশন হিরো ঝুঁকিপূর্ণ একটি দৃশ্য ধারণের সময় ১৬/১৭ ফুট উঁচু থেকে পড়ে যেয়ে বাঁ পায়ের হাঁটুতে আঘাত পেয়েছিলেন তিনি।