পাঁচবিবিতে নেশা জাতীয় ইনজেকশন সহ এক মাদক ব্যবসায়ী আটক
মোঃ জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভাধীন নাকুরগাছী নামক এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন সহ আইবুর রহমান(৪২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
আজ রোববার (৩০ জুলাই) র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে নয়টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে নওগাঁ সদর উপজেলার চকমুক্তার গ্রামের নাজিম উদ্দিন আকন্দের পুত্র।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, জেলায় মাদক দ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসাবে সীমান্ত এলাকা হতে একটি মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাকুরগাছি এলাকা অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতে নাতে আটক করে।
সে দীর্ঘদিন যাবৎ ভারত থেকে নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনেজকশন অবৈধভাব এনে জেলার বিভিন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদেরর নিকট সরবরাহ করে আসছিল বলে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
পরে আটককৃত মাদক কারবারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।